নিউজ ডেস্ক:
কারো বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গেলে সংগঠন থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। তিনি বলেন, ‘এইটা শেখ হাসিনা সরকারের আইনশৃঙ্খলা বাহিনী। এটা বাবর আলীর মন্ত্রণালয় না, এটা খালেদা জিয়ার মন্ত্রণালয় না। যুবলীগ কইরা মাতব্বরি করবেন, ওই দিন শেষ। দেখেন না, আইনশৃঙ্খলা বাহিনী মাইরা পাছা লাল করতেছে।’
শুক্রবার বিকালে রাজধানীর উত্তরা-আজমপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে যুবলীগের ঢাকা মহানগর উত্তর শাখার কয়েকটি ওয়ার্ড কমিটির ত্রিবার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি।
যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘ভুল এক জিনিস, আর অপরাধ অন্য জিনিস। অপরাধ, জেনে শুনে অন্যের ক্ষতি করা। ভুল হবেই। আমি কেন্দ্রের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। অহংকার করবেন না।’
নেতাকর্মীদের সোজা পথে চলার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অ্যাকটিভ। একের পর এক ধরছে, যারে ধরবে তাকে যুবলীগ থেকে বহিষ্কার করব। রাজনীতি করার অধিকার থাকবে না। ক্যাসিনো চালাও তুমি যেই হও। যত প্রভাবশালীই হোক না কেন অপরাধ করলে শেখ হাসিনা সরকারের আইনশৃঙ্খলা বাহিনী কাউকে ছাড়বে না।’
সিবিএম নিউজ- CBM News
সম্পাদক ও প্রকাশক: আরিফুল্লাহ কাউছার নূরী
নির্বাহী সম্পাদক: মো একরামুল হক। বার্তা প্রধান: রাশেদুল হক রাসেল। ব্যবস্থাপনা সম্পাদক: মইন উদ্দীন জনি।
কক্সবাজার ম্যাসেজে ব্যবহৃত সকল সংবাদ ও আলোকচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।
নিবন্ধনের জন্য আবেদিত. Development By: MONTAKIM